প্রতিনিধি,মুক্তাগাছা
মুক্তাগাছায় ট্রাক চাপায় একজন নিহত। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা
ঘটে।নিহতের নাম কফিল উদ্দিন (৪০) ।তিনি কান্দিগাঁও গ্রামের মৃত সোলায়মানের পুত্র। উপজেলা শহর থেকে ছেড়ে আসা
একটি ট্রাক দাপুনিয়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করলে পয়ারকান্দি এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে পথচারী কফিল উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার প্রাণ যায়। মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই ) মোস্তাফিজুর রহমান জানান, মুক্তাগাছা থেকে ছেড়ে আসা দাপুনিয়াগামী ট্রাক বিপরীত থেকে আসা পথচারী কফিল উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মাামলা হয়েছে।
আলোকিত প্রতিদিন // আতারা

