আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে  ধর্মীয় অনুভুতিতে উস্কানিমূলক পোস্টকারী পরিতোষ গ্রেপ্তার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

জেলা প্রতিনিধি,রংপুর

রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ধর্মীয় অনুভুতিতে উস্কানিমূলক পোস্টকারী পরিতোষ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার  রাত সাড়ে ৯ টার দিকে জয়পুরহাট থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর জেলা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ-মিঠাপুকুর) মো. কামরুজ্জামান। তিনি বলেন, রংপুরের পীরগঞ্জের বটতলা মাঝিপাড়ায় হিন্দু পল্লীতে হামলার অভিযোগে এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেছে। এর একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত পরিতোষ সরকারের বিরুদ্ধে এবং অপরটি হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্যানাল কোডে। তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৯ টার দিকে জয়পুরহাট থেকে অভিযুক্ত পরিতোষ সরকারকে গ্রেপ্তার করা হয়। রংপুর জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এদিকে দায়েরকৃত অপর মামলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারকীয় এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে রোববার  রাতে ফেসবুকে ধর্ম অবমাননার উস্কানিমূলক পোস্ট এর অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ সুপার, র‌্যাব-১৩-এর অধিনায়ক, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। রাত একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি, র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

 

- Advertisement -

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -