প্রতিনিধি,ময়মনসিংহ
আসন্ন ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন মো. রুহুল আমীন। নৌকাকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য গুরুদায়িত্ব
এখন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. রুহুল আমীন-এর কাঁধে। সদা হাস্যোজ্জ্বল , মিষ্টভাষী, বিশিষ্ট সমাজ সেবক মো. রুহুল আমীন রাজনৈতিক জীবনে সাবেক সভাপতি ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ, সাবেক সদস্য ময়মনসিংহ আওয়ামী যুবলীগ, সাবেক আহবায়ক ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী যুবলীগ, সাবেক সভাপতি ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ, সাবেক আহবায়ক ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ, সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া শহর শাখা, সাবেক সদস্য জেলা পরিষদ ময়মনসিংহ। এছাড়াও তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও সদা সম্পৃক্ত থাকেন মো. রুহুল আমীন। ইউনিয়নবাসীর কাছেও ব্যাপক জনপ্রিয় একজন মানুষ। এলাকাবাসী মনে করেন ইউনিয়নবাসীর উন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য রুহুল আমীন একজন যোগ্য ব্যক্তি। এই সম্পর্কে এক প্রশ্নের জবাবে রুহুল আমীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে উন্নত করার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি নিরলস কাজ করে যাব।
আমার জীবনের একটাই লক্ষ্য, ইউনিয়নবাসীর উন্নয়ন। বর্তমানে সরকারের সেবাসমূহকে ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে অনেক অনেক ধন্যবাদ- আমাকে নৌকা প্রতীক দেওয়ার জন্য। এখন ইউনিয়নবাসী যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, অবশ্যই আমি তাদের আশা-আকাঙ্ক্ষার বাস্তব
প্রতিফলন ঘটাব। এদিকে ইউনিয়নবাসীর মাঝেও মো. রুহুল আমীন এর জয়ের ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
আলোকিত প্রতিদিন // আতারা