প্রতিনিধি,ময়মনসিংহ
ব্যাপক জনপ্রিয় আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মন্ডল ৪ নং কানিহারী ইউনিয়নবাসীর মাঝে দীর্ঘদিন যাবৎ সুশিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। শহীদুল্লাহ মন্ডল ৪নং কানিহারী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি। মেধা, বিচক্ষণ, প্রজ্ঞাসম্পন্ন শহীদুল্লাহ মন্ডল সার্বক্ষণিক নিজেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র রূপকন্যা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার সকল আদেশ নির্দেশ মেনে চলে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন “গ্রাম হবে শহর” এই স্লোগানকে বুকে ধারণ করে ৪নং কানিহারী ইউনিয়ন থেকে ইউনিয়নবাসীর মেন্ডেট নিয়ে চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন- সভানেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন প্রদান করেন, তবে আমি আমার নেত্রীর অঙ্গীকার পূরণে অটল পাহাড়ের মত অবিচল থাকব। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজকে প্রছন্দ করেন, অগ্রাধিকার দেন। শহীদুল্লাহ মন্ডল আরও বলেন, ৪নং কানিহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মনোনয়ন লাভে দৃঢ়ভাবে বিশ্বাসী। অন্যদিকে সংশ্লিষ্ট ইউনিয়নবাসী শহীদুল্লাহ মন্ডলকে তাদের যোগ্য চেয়ারম্যান হিসেবে আলোচনার ঝড় তুলেছেন। ইউনিয়নবাসী শহীদুল্লাহ মন্ডলকে সর্বাগ্রে বিবেচনায় এনে তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। কারণ কানিহারি ইউনিয়নকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য যে, অঙ্গীকার ও প্রত্যয় শহীদুল্লাহ মন্ডল দেখিয়েছেন; সেখানে কোন বিকল্প প্রার্থী ইউনিয়ন বাসীদের নজরে আসছে না। কানিহারী ইউনিয়নের আবাল,বৃদ্ধ ,বনিতা সংশ্লিষ্ট ইউনিয়নের সর্বত্রই দোয়া, সমর্থন কামনা করে ইউনিয়নের প্রাণের মানুষ শহীদুল্লাহ মন্ডলকে চেয়ারম্যান পদে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে শহীদুল্লাহ মন্ডল অঙ্গীকারাবদ্ধ।
আলোকিত প্রতিদিন // আতারা