আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায়  এক রাতেই পাঁচটি গরু চুরি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, ভাঙ্গুড়া

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে ।শনিবার রাতে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণপাড়া ও ভবানীপুর পশ্চিম পাড়া গ্রামে  এ ঘটনাটি ঘটে।  চুরি হওয়া গরুর মূল্য আনুমানিক   সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ।এলাকাবাসী সূত্রে জানা যায় ,প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাবার আগে গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে যান দক্ষিণপাড়ার কৃষক মজিবর রহমান ও ভবানীপুর পশ্চিমপাড়ার ব্যবসায়ী রাকাত আলী। ফযর নামাজের সময়  গরুগুলোকে খেতে দিতে গেলে তাঁরা দেখেন গোয়ালঘরে গরু নেই। আশপাশের বিভিন্ন জায়গায় খুঁজ করেও গরু না পেয়ে ঘটনাটি থানা পুলিশকে জানান তাঁরা।  এবিষয়ে ভুক্তভোগী কৃষক মজিবর রহমান জানান, গাভী পালন ও সামান্য জমি চাষ করে তার সংসার চলতো । শনিবার রাতে চোরেরা তার গোয়ালে রাখা একটি গাভী, একটি বকনা ও একটি বকনা বাছুর গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা। এঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি ।আরেক ভুক্তভোগী গরু ব্যবসায়ী রাকাত আলী জানান,   রাত ১টার দিকে ঘুমোতে যাবার আগে গরু দুটি গোয়ালেই বাঁধা ছিল । তিনি ফজর নামাজের সময় ওঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা। গোয়ালঘরে রাখা  তার বকনা গরু দুটিই চুরি হয়ে গেছে । চুরি হওয়া গরু দুইটির মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

এর আগে গত সেপ্টেম্বর মাসে দিনেরবেলা খানমরিচ ইউনিয়নের করতকান্দী গ্রামের ২টি গরু চুরি হয়।অনেক খোঁজাখুঁজি করেও হারানো গরুর হদিস মেলেনি। ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহসান  বলেন, খবর পাওয়ার  পরেই  আশপাশের থানাগুলোতে খবর পাঠানো  হয়েছে । চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর শনাক্তের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

 

- Advertisement -

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -