আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কোরআন অবমাননার প্রতিবাদে নবীনগরে হিন্দু-মুসলিম মিলে মানববন্ধন 

-Advertisement-

আরো খবর

মো. আনোয়ার হোসেন
কুমিল্লার নানন দীঘির পাড় দূর্গা পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সর্বস্তরের জনগণের উদ্যোগে শনিবার দুপুরে স্থানীয় ডাকবাংলোর সম্মুখে হিন্দু -মুসলিম সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও পবিত্র কোরআন অবমাননাকারী জামাত-বিএনপি’র বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিকন ফার্মাসিটিক্যালের স্বত্বাধিকারী ও স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বক্তব্য পেশ করেন, মেয়র এড. শিব শংকর দাস, এস আর মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ বেলায়েত উল্লাহ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র প্রমূখ। স্থানীয় ডাকবাংলো হতে সালাম রোড পর্যন্ত বিশাল মানববন্ধনে হাজার হাজার হিন্দু – মুসলিম জনগণ অংশগ্রহণ করেন। স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, যোগ যোগ ধরে নবীনগরে হিন্দু – মুসলিমের ঐক্য কেউ বিনষ্ট করতে পারবে না। পবিত্র কোরআন অবমাননাকারী সে কোন ধর্মের লোক হতে পারে না। রাষ্ট্র পরিচালনায় সরকারকে বিব্রত করার জন্যই এই কাজটি করা হয়েছে। এই দুষ্কৃতকারীদের দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।
আলোকিত প্রতিদিন // আতারা
- Advertisement -
- Advertisement -