আসন্ন ইউপি নির্বাচনে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল সামাদ শেখ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকালের দিকে রিটার্নিং অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোয়নপত্র জমা দেন তিনি। এলাকায় তিনি সামাদ মেম্বার নামে পরিচিত। জনপ্রিয় এই ইউপি সদস্য জনগণের ভোটে পরপর ৩ বার ইউপি সদস্য পদে জয়লাভ করেন। এবারও জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এলাকাবাসী জানায়, সামাদ মেম্বার দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছেন। করোনাকালীন সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে শত শত কর্মহীন ও অসহায় পরিবারকে বিভিন্ন খাদ্য সহায়তা করছেন। মানুষের ডাকে যে কোন সমস্যা সমাধানের চেষ্টা করেন। তারা আশাবাদী , এলাকায় ভালো কাজের প্রতিদান হিসেবে সামাদ মেম্বার পুনরায় জয়লাভ করবেন। জানা গেছে, ভাগ্যকুলের ২নং উত্তর কামারগাঁও ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৮৫৮ জন। শ্রীনগর উপজেলার মোট ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে একমাত্র ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম সিস্টেমে। আব্দুস সামাদ শেখ বলেন, জনগণের সেবক হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। তাদের সুখে -দুঃখে পাশে থাকছি। সরকারি বরাদ্দের পাশাপাশি অনেক ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগে নিজের সাধ্যমত সহায়তা করার চেষ্টা করছি। মাদকমুক্ত করার লক্ষ্যে এলাকায় বিভিন্ন সময়ে নানা ধরনের খেলাধুলার আয়োজন করেছি। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গ্রামীন রাস্তাঘাটের উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখছি। এবারও জনগণের সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি আরও বলেন, আমি আশাবাদী আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভাগ্যকুলের ২নং ওয়ার্ডের জনগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধমে পুনরায় তাকে মেম্বার নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন // আতারা