আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মহামারিতে ৭ কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়: ত্রাণ প্রতিমন্ত্রী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

স্টাফ রিপোর্টার: বৈশ্বিক  মহামারি কভিড-১৯ করোনা ভাইরাসের  মধ্যে গত বছরের ২৬ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭ কোটি মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.  এনামুর রহমান।দেশজুড়ে একজন মানুষও খাদ্য কষ্ট ভোগ করে নি উল্লেখ করে  তিনি বলেন,করোনাকালে প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ পর্যন্ত ৭ কোটি লোককে তালিকা করে মানবিক সহায়তা দিয়েছে।

আজ বুধবার  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।

প্রতিমন্ত্রী আরও বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী আমরা ৩৩৩ নম্বর চালু করি। এই নম্বরে ফোন করলেই খাদ্য সহায়তা তাদের বাড়িতে পৌঁছে গেছে। এমনকি ছোট্ট শিশুদের জন্য দুধ পৌঁছে গেছে। আমরা ১৮ লাখেরও বেশি সেবা দিয়েছি এই ৩৩৩-এর মাধ্যমে। এখন পর্যন্ত ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তার বিষয়টি আমরা চালু রেখেছি।

- Advertisement -
- Advertisement -