আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, টাঙ্গাইল

 

টাঙ্গাইলে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার   সদর উপজেলার গালা গ্রামের এক পুকুর থেকে পারুল  বেগম (৪০) নামের  নারীর মরদেহ ও মধুপুর উপজেলার কামারচালা থেকে  ভ্যান চালক চান মিয়ার (৬৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন টাঙ্গাইল সদর  পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ।পুলিশ জানায়, বেশ কয়েক বছর যাবত পারুল বেগম গালা বাজারসহ আশেপাশে ঘোরাঘুরি করতেন। যার বাসায় পারুল খেতে চাইত সে-ই পারুলকে খাবার দিতো ।পারুল মানসিক ভারসাম্যহীন ছিল। তার মিরগি রোগ ছিলো। যার ফলে সে গালা গ্রামের কবর স্থান সংলগ্ন পুকুরে পড়ে যাওয়ার ধারণা করা হচ্ছে। অপর দিকে মধুপুর উপজেলা কামার চালা এলাকার ব্রীজ থেকে ভ্যান চালক চান মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

- Advertisement -

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল জানান, সকালে স্থানীয় মহিলা ইউপি সদস্যের সংবাদের  ভিত্তিতে একটি  পুকুর থেকে  পারুল বেগমের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতেহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, দুপুরে কামারচালা ব্রিজের পশ্চিম পাশে রেলিং থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা  হয়েছে। প্রাথমিক সুরতেহাল করা হচ্ছে। লাশ আগামীকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। উভয় ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -