আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ডাসারে ইজিবাইক ছিনতাইয়ের সময় ৬ মামলার আসামি গ্রেপ্তার

আরো খবর

প্রতিনিধ, ডাসার
মাদারীপুরের ডাসারে  ডাকাতি, অস্ত্র ও ইজিবাইক ছিনতাইয়ের  মামলার বিচারাধীন ২ আসামিকে গ্রেপ্তার  করেছে ডাসার থানা পুলিশ।  গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ডাসার ইউনিয়নে আইসারে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময়
তাদেরকে আটক করা হয়।ধৃতরা হলেন-  টুটুল ব্যাপারী(৩০) – পিতা মৃত ছাদেক ব্যাপারী ওরফে ছাদেম ব্যাপারী, গ্রাম ঘটকচর, থানা ও জেলা মাদারীপুর।অন্যজন  মহিউদ্দিন সরদার মুহিদ(৩৫) –  পিতা আনোয়ার সরদার, গ্রাম-পূর্ব বনগ্রাম, থানা- ডাসার, জেলা মাদারীপুর ।পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামিরা ডাসারের আইসার বাজার সংলগ্ন এলাকায় ইজিবাইক ছিনতাইকালে ডাসার থানার এস আই রিপন মোল্লা, এস আই শরিফুল, এস আই ইব্রাহিম ঘটনাস্থল থেকে তাদের গেপ্তার করতে সক্ষম হয়।এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি  বলেন,বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি  টুটুল ব্যাপারী ও মহিউদ্দিন সরদার মুহিতকে ইজিবাইক ছিনতাইয়ের সময় আটক করে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন // আতারা
- Advertisement -
- Advertisement -