আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

 হত্যার পর ফেলে গেছে দুষ্কৃতিকারীরা : অজ্ঞাত মহিলার লাশ উদ্বার

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, সীতাকুণ্ড 
চট্রগ্রামের সীতাকুণ্ডে বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট বৈদ্যপুকুর সংলগ্ন সড়কের পাশে চরারকুল নামক স্থান থেকে অজ্ঞাত অনুমানিক (৩৬) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা এ নারীকে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা। সুত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী সকালে রাস্তার পাশে লাশটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অজ্ঞাত মহিলার লাশটি উদ্ধার করে। মহিলার মাথায় ধারালো বস্তুর কোপের চিহ্ন রয়েছে ও ডান হাতের আঙ্গুল কাটা ছিল। লাশের উদ্ধার্ঙ্গে বোরকার একটি ছোট অংশ ছাড়া আর কোন কাপড় ছিলনা বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শী বীর মুক্তিয়োদ্ধা আবুল কাশেম। ঘটনাস্থলে থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চট্রগ্রাম (চমেক) মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিানো হয়েছে।
তিনি আরো জানান, লাশের মাথায় গভীর ক্ষত চিহৃ , পেট কেটে নাড়িভূড়ি বেরিয়ে এসেছিল, ডান হাতের আঙ্গুলও কাটা ছিল। এ ঘটনায় হত্যা মামলা হবে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/ ০৮অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -