প্রতিনিধি, শ্রীনগর-মুন্সীগঞ্জ
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া পয়েন্টে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২টি নৌকা, ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জব্দ ও ৮ জেলেকে আটক করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা থেকে ভোর সাড়ে ৩ টা পর্যন্ত পদ্মা নদী এলাকায় এই অভিযান চালালো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ৮ জেলেকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, র্যাব-১১’র স্কোয়াড কমান্ডার মো. সম্রাট তালুকদার প্রমুখ। মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় মৎস্য অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ০৮অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -