প্রতিনিধি, ফেনী
অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে অবৈধ ডিস ব্যবসা বন্ধে ফেনীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ডিস ব্যবসা করার অপরাধে দুই ক্যাবল অপারেটরকে লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে শহরের ট্রাংক রোডের ফেনী মডেল থানার বিপরীতে ও পাঠানবাড়ি রোডে ওই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে তাহমিনা মিতু। বিটিভির লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বরাত দিয়ে জানান, ফেনীতে সরকারি লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অবৈধ উপায়ে সম্প্রচার ও ক্যাবল ব্যবসা পরিচালনা করেছে একাধিক ব্যবসায়ী। তাদের আইনের আওতায় আনতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নির্দেশক্রমে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে অবৈধ ডিস ব্যবসা করার অপরাধে ফেনী শহরের পাঠানবাড়ি রোডে ‘প্রতিবেশী ক্যাবল নেটওয়ার্ক’ কানেকশানের পরিচালককে ৫০ হাজার টাকা এবং মডেল থানার বিপরীতে অতিথি হোটেল সংলগ্ন একটি ভবনের দোতলায় অবৈধ ডিস ব্যবসায়ী মীর হোসেন মুরাদের ক্যাবল নেটওয়ার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে তাহমিনা মিতু দৈনিক আলোকিত প্রতিদিন কে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনীর অনুমোদিত ক্যাবেল অপারেটর ফেনী ভিশন, ডিজি কম, স্টার ক্যাবল নেটওয়ার্ক থেকে অবৈধভাবে ফেনী জেলার প্রায় দুইশত ফিড অপারেটর ব্যবসায়ী বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিস ব্যবসা করায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। জনস্বার্থে ও সরকারি রাজস্ব আদায়ের জন্য অবৈধ ও লাইসেন্সবিহীন এসব ক্যাবল অপারেটরের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
আলোকিত প্রতিদিন/ ০৮অক্টোবর,২০২১/ এইচ