আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় মক্তবের শিশু শিক্ষার্থীদের  ১শ’ তালবীজ রোপণ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,ভাঙ্গুড়া ( পাবনা ) :  পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের  ভবানীপুর দিয়ারপাড়া জামে মসজিদে পরিচালিত  মক্তবের  শিশু শিক্ষার্থীরা ১শ’ তালবীজ রোপণ করেছে। বজ্রপাত থেকে রক্ষা পেতে মক্তবের শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলমের উদ্যোগে এসব তালবীজ রোপণ করা হয়। গত দুদিন ফজর নামাজ শেষে ওই গ্রামের সড়কের ধারে মক্তবের শিশু শিক্ষার্থীরা এতালবীজগুলো রোপণ করে ।ভবানীপুর জামে মসজিদের পেশ ইমাম ও মক্তবের শিক্ষক মাওলানা মো. জাহাঙ্গীর আলম জানান, গাছ লাগানো সুন্নাত । তাছাড়া তালগাছ বজ্রপাত থেকে প্রাকৃতিক ভাবে   আমাদের জান-মালের রক্ষা করে। গাছগুলো যেন ঠিকমতো বেড়ে উঠে তার জন্য শিক্ষার্থীগণ দলগতভাবে  পরিচর্যাও  করবে ইন শা আল্লাহ। বিষয়টি এলাকায়  ব্যাপকভাবে তালবীজ রোপণসহ ফল ও বনজ বৃক্ষ রোপণে উৎসাহিত করবে আশা করা যায়।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -