প্রতিনিধি, নরসিংদী
অদ্য ৬ই অক্টোবর -২০২১ রোজ বুধবার ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী রায়পুরার মরজালের ঢাকা সিলেট মহাসড়কের স্থান থেকে দুই মাদক ব্যবসাহীকে আটক করা হয়ে বলে জানা যায়। মাদকদ্রব্য বাহন অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, নরসিংদী জেলার নির্বাহী মাজিস্ট্রেট মো. ফয়জুর রহমান এর নেতৃত্বে সহকারী পরিচালক মো. নাজমুল হক এর নেত্রীতে তাদের সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম তাদেরকে আটক করে রায়পুরা থানার মরজাল নামক স্থান থেকে মাদকদ্রব্য বহন অবস্থায় তাদেরকে আটক করেন এবং তাঁদের দুজনকে আটক করেন টাস্ক ফোর্সের বিশেষ অভিযানে আটক কৃতরা হলেন, ১/সাহাবুদ্দিন @ সাবু ৩২, পিতাঃ আতর আলী ২/মনির হোসেন @বানু ১৯, পিতাঃ মো. ফরিদ মিয়া নামের দুই মাদক ব্যবসাহীকে আড়াই কেজি গাঁজাসহ আটক করা হলে পর তাদেরকে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। ইন্সপেক্টর মো.জাকিরুজ্জামান ও সাব ইন্সপেক্টর মো. সেরাজুল ইসলাম এদের বিরুদ্ধে অবৈধ মদক ব্যবসা করবার বিরুদ্ধে বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে দুইটি নিয়মিত ভাবে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
আলোকিত প্রতিদিন/ ০৭অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -