আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় ছাত্রলীগের কমিটিতে বিএনপি পরিবারের সন্তান : তদন্ত কমিটি গঠন

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
পাবনার ভাঙ্গুড়া  ও ফরিদপুর উপজেলায় ছাত্রলীগের কমিটিতে বিএনপি পরিবারের সন্তানকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠনের অভিযোগে দুই সদস্যের তদন্ত কমিটি গঠনপুর্বক ব্যবস্হা  গ্রহণের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার কমিটি গত ৬ অক্টেবর মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি (ভারঃ) ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে সংগঠন গতিশীল করতে নতুন কমিটি গঠন হয়েছে বলে উল্লেখ করা হয়। ভাঙ্গুড়া উপজেলা আতিকুল হাসান বিপ্লবকে সভাপতি ও মেহেদী হাসান মামুন সাধরণ সম্পাদক করে পাবনার ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের  নতুন কমিটি গঠন করা হয়েছিল। অপর দিকে ফরিদপুর উপজেলার সোহেল রানা কে সভাপতি ও জাহিদ হাসান সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত তদন্ত কমিটিতে রয়েছেন মুরাদ হায়দার টিপু ও মোঃ ইমরান শেখ। সাত কর্ম দিবসে তদন্ত প্রতিবেদন মন্তব্যসহ কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের নির্দেশ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৭ অক্টোবর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -