আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে (৩৮) আটক করেছে র‌্যাব। গতকাল রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার মধ্যরাতে রাজধানীর উত্তরা এলাকার বাসায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে  ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

এদিকে মঙ্গলবার উত্তরা পশ্চিম থানায় শাহরিনের বিরুদ্ধে দুটি মামলা করেছে র‍্যাব। র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন বলেন, মাদক নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে ‍দুটি মামলা  করা হয়েছে। শাহরিনকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

রাকাকে গ্রেপ্তার অভিযানের ব্যাখ্যায় র‍্যাব জানায়, ‘সাম্প্রতিক সময়ে একটি চক্র দেশ ও বিদেশে অবস্থান করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে। বিদেশে অবস্থানকারী চক্রের সদস্যরা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশ করে অপপ্রচার চালাচ্ছেন। এর ধারাবাহিকতায় নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার করা হয়েছে।’

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -