প্রতিনিধি, ফেনী
ফেনীতে দেড় লক্ষাধিক টাকার গাঁজাসহ এক মাদক কারবারি আটক করেছে র্যাব। ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার জমর্দ্দার বাজারস্থ মৌবন সুইটস্ এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. হৃদয় হোসেন (২১), উপজেলার দক্ষিণ মটুয়া এলাকার মো. জয়নালের ছেলে। ফেনীস্থ র্যাব-৭ স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান, জিডি(পি) বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় তার সাথে থাকা ১টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫৬ হাজার ৮০০ টাকা। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত মালামালসহ ওই মাদক কারবারিকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৬অক্টোবর,২০২১/ এইচ