আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

যাদবপুর  ইউ‌নিয়‌ন  চেয়ারম‌্যান প্রার্থী  মাহফুযুর হক শাহিন এর মটরসাইকেল মহরা

-Advertisement-

আরো খবর

আবুল কালাম আযাদ
ঢাকার ধামরাই উপ‌জেলার যাদবপুর  ইউ‌নিয়‌নে ব‌্যাপক গণ সং‌যো‌গ কর‌ছেন আওয়ালীগ ম‌নোনয়ন প্রত‌্যাসী চেয়ারম‌্যান প্রার্থী মোঃ  মাহফুযুর হক  শাহিন। নির্বাচনকে সামনে রেখে (৪ অক্টোবর) মটরসাইকেল মহড়া দেন যাদবপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা গাট, হাট বাজার, গ্রামে গ্রামে। চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহফুযুর হক শাহিন   আবাল বৃদ্ধ, বনিতার মন জয় করে নির্বাচনের নৌকার  দৌড়ে এগিয়ে রয়েছে সমাজের প্রতিটি নৈতিক কাজে , দুঃখী মানুষের পাশে। করোনাকালীন সময়ে, খাবার ,অর্থ, ঔষধ পৌঁছে দিয়েছে সাধ্যমতো। করোনাকালীন সময়ে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটানো, খাদ্য সামগ্রী, মাস্ক বিতরণ, চিকিৎসা সেবা সহয়তা, শিক্ষা সংস্কৃতিতে ও খেলাধুলায় সবার পাশে থাকা, মাদকের বিরুদ্ধে এক প্রতিবাদী কন্ঠের নাম মাহফুযুর হক শাহিন। নৌকার প্রার্থী মাহফুযুর হক শাহিন বলেন  আমি একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে যাদবপুর ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি ,জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করলে তাদের জন্য আমার নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তত। তাই সকল জনগণের কাছে একটাই চাওয়া আমি নির্বাচনের মাঠে আছি আপনারা আমাকে একটু সহায়তা করুন।  জানা যায় তি‌নি যাদবপুর ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন পাড়া মহল‌্যায়,হাট বাজার সহ চা‌য়ের দোকা‌নে গণ সং‌যোগ কর‌ছেন।উঠান বৈঠক ক‌রে নি‌জের জন সমর্থন জানান দি‌চ্ছেন সর্বপ‌রি।এসময় ত‌ার সা‌থে অংশ নি‌চ্ছেন আওয়ামীলীগ ও অংগ সংগঠ‌নের নেত্রীবৃন্দ। জানা যায় ইউ‌নিয়‌নের সকল  প্রকার সামাজিক অনুষ্ঠা‌নে তি‌নি উপ‌স্থিত থাক‌ছেন। মাহফুযর হক শাহিন একজন সৎ সমাজ সেবক ও সফল সংগঠক হিসা‌বে সর্বপ‌রি ব‌্যাপক প‌রি‌চি‌তি র‌য়ে‌ছে। এছাড়া নতুন প্রজ‌ন্মের কা‌ছে তি‌নি একজন বন্ধুর মত । স্বচ্ছ এই আওয়ামীলীগ নেতা তার রাজ‌নৈ‌তিক জীবন শুরু ক‌রে‌ছি‌লেন ছাত্র জীবন থে‌কে। তিনি আরো  ব‌লেন আ‌মি দীর্ঘদিন যাবৎ নিশ্বার্থ ভা‌বে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমান এর আদর্শে রাজ‌নি‌তি কর‌ছি, ইউ‌নিয়ন আওয়ামীলীগ কে সুসংগ‌ঠিত করার চেষ্টা কর‌ছি।আ‌মি দীর্ঘদিন যাবৎ এই সংগঠ‌নের সা‌থে র‌য়ে‌ছি কিন্তুু কোন সার্থ ভে‌বে নিজ সা‌র্থে কিছু ক‌রি‌নি ক্ষমতার অপব‌্যাবহা‌রের চেষ্টা ক‌রি‌নি। আ‌মি আসা রা‌খি আগামী নির্বাচ‌নে দল আমা‌কে ম‌নোনয়ন দি‌বে,আ‌মি ম‌নোনয়ন পে‌লে এই ইউ‌নিয়‌নে নৌকার বিজয় হ‌বে ইংশাআল্লাহ। ঢাকা ২০ ধামরাই এর মাননীয় সংসদ সদস‌্য, ঢাকা জেলা আওয়ামীলীগ এর সভাপ‌তি  জন‌নেতা বেনজীর আহ‌মেদ ধামরাই এর সর্বপ‌রি উন্নয়ন কর‌ছেন, আ‌মি যাদবপুর ইউ‌নিয়‌নের উন্নয়ন কর‌বো।
আলোকিত প্রতিদিন/ ০৫অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -