আনোয়ার হোসেন, (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী রোজিনার দুই বছরেও সন্ধান মিলেনি। তার দিনমজুর বাবা দেলোয়ার হোসেন এখনও মেয়ে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন । ঘটনার পর পর থানায় সাধারণ ডায়রী করেও হতদরিদ্র বাবা এখনও মেয়ের সন্ধান পাননি। পুলিশ তার মেয়ের সন্ধান দিতে পারবে এই বিশ্বাস নিয়েই বেঁচে আছেন তিনি। গত ২০১৯ সালের ২৮ আগস্ট উপজেলার শ্যামগ্রাম গ্রামের নিজ বাড়িে থেকে নিখোঁজ হয় চার ফুট ছয় ইঞ্চি লম্বা বাক ও বুদ্ধি প্রতিবন্ধী রোজিনা(১৩)। ওই দিন পাড়ার বাচ্চাদের সাথে খেলতে বেড় হয় সে এর পর সন্ধ্যা হয় রাত যায় দিন যায় সাধ্যমত খোঁজাখুজি করেও কোথাও সন্ধান পাওয়ানি মেয়ের। গতকাল সোমবার(০৪/১০) সরজমিন তার বাড়িতে গেলে মেয়েকে না পাওয়া শোকে পাগলপ্রায় বাবা মেয়েকে খুঁজে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান। তার বাবার ধারণা, হয়তো সে ভুল করে কোন গাড়ী দিয়ে কোনো স্থানে চলে গেছেন। যে কারণে সে আর ঠিকানা মনে করে ফিরে আসতে পারেননি।
এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার মো. মনির হোসেন বলেন, এ ধরনের ঘটনাগুলোর জিডির বাদীরা খুব তৎপর থাকে না, আমরা চেষ্ঠা করি, তদন্তে কিছু ঘটনার সত্যতাও পাওযা যায় না, অনেক ঘটনারইর সন্ধান পেয়ে যাই, এই বিষয়টির তৎকালীন তদন্ত কর্মকর্তা কে ছিলেন, ডায়রীটি কি পর্যায়ে আছে খতিয়ে দেখছি আমাকে কয়েকদিন সময় দিন।
আলোকিত প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০২১/ দ ম দ
- Advertisement -