আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক আলোকিত প্রতিদিনে সংবাদ প্রকাশের পর ইছামতির শখা নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ উচ্ছেদে উপজেলা প্রশাসন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

 প্রতিনিধি, মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জের সিরজদিখানে ইছামতির শখা নদীতে অবৈধ ভাবে বাঁশ ও জালের বাঁধ দিয়ে মাছ চাষের সংবাদ জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকায়  প্রকাশের পর উচ্ছেদে আসে উপজেলা প্রশাসন। উপজেলার মালাখানগর ও বয়রাগাদী ইনিয়নের ফুরসাইল গ্রাম দিয়ে বয়ে যাওয়া ইছামতির শাখা নদীতে এই বাঁধটি  দেওয়া হয়েছে।সোমবার বিকেল ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুধিষ্ঠির রঞ্জন পাল, উপজেলা সার্ভেয়ার মো. হানিফ, বয়রাগাদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কুমার পাল প্রমুখ।উপজেলা সহকারী কমিশনার  বলেন, নাদীতে বাঁধ দিয়ে মাছ চাষ সম্পূর্ন অবৈধ। যারা বাঁধ দিয়েছে তারা তাদের ভুল স্বীকার করেছ। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানাব।এসময় বয়রাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান, ইউএনও স্যার ফোনে নির্দেশ দিয়েছেন আগামীকাল সন্ধ্যার মধ্যে এখান থেকে সকল বাঁধ তুলে নেওয়ার জন্য। যারা বাঁধ দিয়েছে তাদের সকলকে আমি নির্দেশটি জানিয়ে দিয়েছি।উলেখ্য, গত রবিবার জাতিয় দৈনিক আলোকিত প্রতিদিনে সিরাজদিখানে ইছামতি নদীতে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষ: জনসাধারণের ভোগান্তি শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে পড়ে।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -