আজ শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ঠিকাদার বাপেক্স দ্বন্দ্বে অনিশ্চিত বেগমগঞ্জ ৪ নং গ্যাস কূপ খনন কাজ

-Advertisement-

আরো খবর

একেএম ফারুক হোসাইন, নোয়াখালী:

বর্তমানে বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট চলছে। সংকট নিরসনে আবার গ্যাস রেশনিং ফিরে এসেছে। সরকার এলএনজি আমদানিতে যতটা আগ্রহী ঠিক ততোটা অনাগ্রহ রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করে কূপ খনন কাজে। এদিকে সম্ভাবনাময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার  গ্যাস কূপ খনন কাজ ঠিকাদার বন্ধ করে রেখেছে প্রায় বছর খানেকের মতো। সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, কোটি কোটি টাকার মূল্যের যন্ত্রপাতি পড়ে আছে খোলা আকাশের নীচে। অযত্নে অবহেলায় দীর্ঘদিন যন্ত্রপাতি পড়ে থাকার দরুণ এর আয়ুকাল কমে মরিচা পড়া শুরু করেছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলতে পারছেন না কবে থেকে শুরু করতে পারবেন কূপ খনন কাজ। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান বাপেক্সের সাথে আজারবাইজানের রাষ্ট্রয়াত্ব কোম্পানি সকার একিউসের সাথে ২টি গ্যাস কূপ খননে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।গ্যাস কূপ ২ টির মধ্যে বেগমগঞ্জ ৪ নং কূপের জন্য সরকার সাড়ে ৭ একর ভূমি অধিগ্রহণ করে। অধিগ্রহণকৃত ভূমি সকার একিউসকে বুঝিয়ে দেয়ার পর হতে কোম্পানিটি খনন কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি আজারবাইজান থেকে এনে এখানে স্হাপন করে। এছাড়াও এখানে কর্মরত প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মরতদের জন্য অস্হায়ী আবাসন তৈরী করে। একটি কূপ খননের জন্য যা প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান থাকার পরও কেন কূপ খনন হচ্ছে না জানতে সকার একিউসের দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, বাপেক্সের সাথে সকার একিউসের সাথে ২০১৭ সালে ২ টি কূপ খননের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সে চুক্তি অনুযায়ী সামুতাং গ্যাস কূপ খনন শেষে ঐ কূপে গ্যাস না পাওয়ায় বাপেক্স ঠিকাদারের বিল দিতে গড়িমসি শুরু করে। এর ফলে বাপেক্সের সাথে আজারবাইজানের সকার একিউস চুক্তি বাতিল করে বকেয়া বিলের জন্য চিঠি পাঠায়। সে চিঠিতে উল্লেখ করে বলা হয় বাপেক্স যদি টাকা না দেয় তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করবে । মূলত এরপর থেকেই সম্ভাবনাময় বেগমগঞ্জ ৪ নং কূপ খনন কাজটি ঝুলে যায়। আর এ খবরে হতাশ হয়ে পড়ে নোয়াখালীর সচেতন মহল। বিষয়টি জানার জন্য বাপেক্সের ব্যবস্হাপনা পরিচালক মোঃ আলী সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায় নি।
আলোকিত প্রতিদিন/ ২ অক্টোবর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -