আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে গরমের তীব্রতায় রোগী বেড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,সীতাকুণ্ড 
মৌসুম পরিবর্তনের সাথে গরমের তীব্রতায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও সর্দি-কাশি, ডায়রিয়া রোগী ব্যাপকহারে বেড়েছে। ইনডোরে গড়ে দৈনিক ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১০০ জন। জ্বর ও ডায়ারিয়া, কাশিসহ নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। এ পরিস্থিতিতে হাসপাতালের মেজেতেও রোগীদের ভিড়। দিনে দিনে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় চিকিৎসা সেবায় হিমশিম খেতে হচ্ছে ডাক্তারসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের। এদিকে আউটডোরেও  দৈনিক গড়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৫০০ জন। এরপরও স্বাস্থ্য সেবা নিশ্চিত থাকায় সুস্থতা নিয়ে বাড়ি ফিরছেন অধিকাংশ রোগী। রোগীরা বলেন, সর্দি-কাশি, জ্বর ও ডায়ারিয়া রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছি। ভর্তির পর থেকে যথাযথ সেবা পেয়ে রোগীর অবস্থা উন্নতির দিকে।  বিনামূল্যের ঔষুধসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয়েছে বলে জানান তারা। অন্যদিকে, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত পরিমাণ ঔষুধ মজুদ রয়েছে হাসপাতালে। ঔষুধের সংকট না থাকায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এরপরও প্রয়োজনীয় ঔষুধ প্রদানের পাশাপাশী চিকিৎসা সেবায় দিয়ে রোগীর সুস্থতায় সব রকমের প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। তিনি বলেন, আবহাওয়া জনিত কারনে আউট ডোর-ইনডোরে প্রতিদিন বাড়ছে রোগী। রোগীদের সেবা প্রদানে ডাক্তার উপস্থিতি নিশ্চিতসহ বিনামূল্যে ঔষুধ প্রদান করা হচ্ছে। কিন্তু প্রতিনিয়ত রোগী বাড়ছে, সে পরিমাণ ঔষুধও মজুদ রাখা হচ্ছে। এমতবস্থায় ঔষুধের যোগানের সাথে স্বাস্থ্য সেবায় সব রকমের ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। এছাড়া উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আসা হাসপাতালে দৈনিক ২-৩ হাজার পুরুষ ও মহিলাদের করোনা ভ্যাকসিনের টিকা দেয়া হচ্ছে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/ ০২অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -