প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
ভাঙ্গুড়া উপজেলার হাট বাজার এলাকায় আঞ্চলিক ও গ্রামীণ সড়কের উপর বিভিন্ন সরঞ্জাম রেখে রাস্তা দখল করে চলে ওয়েল্ডিং মেশিনে লোহা লক্কড়ের কাজ। পরিবেশ সহ শব্দ দূষণের কথা চিন্তা না করেই চলে মারাত্মক ঝালাই কাজ। ঝালাই কাজে বিস্ফোরক আগুনের ফুলকি পথচারীদের সহ রাস্তায় চলা বাস, ট্রাক, লোরি, ভ্যান রোগী বহন করা এম্বুলেন্স চলাচলে প্রতিনিয়ত বিঘ্ন ঘটায়।
সরেজমিনে ভাঙ্গুড়া রেল সড়ক, ভাঙ্গুড়া নওগাঁ সড়কে ময়দান দীঘি হাট, চন্ডিপুর হাটের রাস্তাগুলির দৈনন্দিন চিত্র এরকমই দেখা য়ায়। কোন সচেতন মানুষ এ বিষয় কিছু বললে তাকে প্রতিনিয়ত অপমানিত হতে হয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জন প্রতিনিধি বলেন উপজেলার হাট বাজার রাস্তা ঘাটে কখন কি হয় থানা পুলিশ জানে উপজেলা নির্বাহী স্যার জানে স্হানীয়ভাবে স্হানীয় সরকার জানে এরা কেনো ব্যবস্হা নেয় না। একদিন মোবাইল কোর্ট বসালেই তো সব সমাধান হয়। কেউ জানেনা কেনো ব্যবস্হা নেয়া হয়না?
সরেজমিনে ভাঙ্গুড়া রেল সড়ক, ভাঙ্গুড়া নওগাঁ সড়কে ময়দান দীঘি হাট, চন্ডিপুর হাটের রাস্তাগুলির দৈনন্দিন চিত্র এরকমই দেখা য়ায়। কোন সচেতন মানুষ এ বিষয় কিছু বললে তাকে প্রতিনিয়ত অপমানিত হতে হয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জন প্রতিনিধি বলেন উপজেলার হাট বাজার রাস্তা ঘাটে কখন কি হয় থানা পুলিশ জানে উপজেলা নির্বাহী স্যার জানে স্হানীয়ভাবে স্হানীয় সরকার জানে এরা কেনো ব্যবস্হা নেয় না। একদিন মোবাইল কোর্ট বসালেই তো সব সমাধান হয়। কেউ জানেনা কেনো ব্যবস্হা নেয়া হয়না?
আলোকিত প্রতিদিন/ ২ অক্টোবর, ২০২১/ দ ম দ
- Advertisement -