প্রতিনিধি, ফুলবাড়ি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ অক্টোবর শনিবার সকাল ১১ টায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। দেশে উৎপাদনের পাশাপাশি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে আলোচনা করেন উপজেলা নির্বাহি অফিসার সুমন দাস।উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফিয়া সারমিন, জছি মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, ফুলবাড়ী থানার এসআই পলাশ চন্দ্র রায়, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ওয়াহেদ আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক প্রমূখ।
আলোকিত প্রতিদিন/ ০২অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -