আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

যে দুয়া পড়লে ভাল চাকরি পাবেন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ধর্ম ডেস্ক

রিজিকের তালাশে আমাদের  চাকরি করতে হয়। বর্তমানে চাকরি পাওয়া অনেক কঠিন ।কিন্তু টিকে থাকার লড়াইয়ে প্রত্যেকেই একটি ভাল চাকরি বা কর্মসংস্থানের সন্ধানে ছোটে। আর এতে প্রচণ্ড চাপের মধ্য দিয়ে একটি সময় পার করতে হয়। আবার চাকরির সন্ধানে এদিক-ওইদিক ঘুরে-ফিরে বয়স হারিয়ে ফেলার উদাহরণও কম নয়।মহান আল্লাহ এ পৃথিবীর সৃষ্টিকর্তা ।সৃষ্টিজাত সকলেরই  রিজিকের  মালিক তিনি ।তাই চাকরির জন্য চেষ্টা-শ্রমের পাশাপাশি অবশ্যই আল্লাহ তাআলার কাছে দুয়া করতে হবে। তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এতে তিনি চাকরি লাভের আনুসাঙ্গিক বিষয়াদি সহজ করে দেবেন। অভাবনীয় সাফল্য দিয়ে কৃতার্থ করবেন।

চাকরি লাভের কুরআনি আমল

এই দোয়াটি আল্লাহর নবী মুসা (আ.) করেছিলেন।

- Advertisement -

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ : হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি সেটার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত : ২৪)

চাকরি পেতে তাসবিহ পাঠ

ভাল চাকরি লাভ অনেকের জন্য এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। নানা ধরনের অসুবিধা ও বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাই ভালো ও মানসম্পন্ন চাকরি লাভের প্রত্যাশার আল্লাহর কাছে দোয়া করা উচিত। তার মহান গুণবাচক নামের আমল করা এবং বেশি বেশি দরুদ পাঠ করা চাই। গুণবাচক নামগুলোর একটি হলো-

يَا وَهَّابُ

উচ্চারণ : ‘ইয়া ওয়াহহাবু’

অর্থ : কোনোরূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী।

ইসলাম গবেষকগণ বলেন , যারা এসব আমল বেশি বেশি করবেন; আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দান করবেন। তাদের কোনো অভাব-অনটন ও প্রয়োজন থাকলে, দ্রুত সবকিছুর সমাধান দেবেন।

 আতারা // এপি

- Advertisement -
- Advertisement -