আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

জেনে নিন সুদখোরের দেওয়া উপহার নেওয়া যাবে কি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ধর্ম ডেস্ক: দেশে সুদখোরের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এমনকি আমাদের আত্মীয়-স্বজনদের মাঝেও সুদখোর তৈরি হচ্ছে। এখন জানার বিষয় হল এমন আত্মীয় যদি আমাদের বাড়িতে কোনো খাবার-দাবার বা হাদিয়া-উপহার নিয়ে আসে,তাহলে ওই হাদিয়া গ্রহণ করা কি জায়িজ হবে? বা বর্জন করার ব্যপারে শরিয়তের হুকুম কী?

সাধারণভাবে উচিত হল- এসব হাদিয়া কৌশলে ফিরিয়ে দেওয়া। আর তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করা। কেননা, আল্লাহ তাআলা কেবল হালাল খাবার গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।আর হারামকে নিষেধ করেছেন।পবিত্র কুরআনেেআল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের আমি যে রিজিক দিয়েছি, তা থেকে হালালগুলো ভক্ষণ করো।’ (সুরা বাকারা- ১৭২)।

তবে আত্মীয়তার কারণে ও  আত্মীয়ের সাথে সুসম্পর্ক ধরে রাখার জন্য সরাসরি প্রত্যাখ্যান করা যদি ভালো মনে না করেন;  তাহলে অতি সামান্য হাদিয়া-উপহার নেওয়া যাবে। তবে তখন নিয়ত করবেন যে, তার সম্পদের মধ্যে যেসব হালাল অংশ রয়েছে; সেখান থেকে আপনি সামান্য নিচ্ছেন। যেমন- হারাম উপার্জনের বাইরে তাদের পৈত্রিক সম্পত্তি কিংবা হালাল আয় রয়েছে। সে হিসেবে অপারগতার কারণে এটি করার অনুমতি রয়েছে।

এর দলিল হল হজরত ইবনে মাসউদ (রা.) বলেন, ‘তার নিকটে জনৈক ব্যক্তি এসে বলল- আমার একজন প্রতিবেশী আছে, যে সুদ খায় এবং সর্বদা আমাকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয়। এখন আমি তার দাওয়াত কবুল করব কি? জবাবে তিনি বললেন, ‘তোমার জন্য এটি বিনা কষ্টের অর্জন এবং এর গোনাহ তার উপরে’। (মুসান্নাফ আবদুর রাজ্জাক : ১৪৬৭৫)।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -