পৃথিবীতে আঘাত হানতে চলেছে গ্রহাণু বেনু ১০১৯৫৫
হাসান নাশিদ
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
২১৭৫ থেকে ২১৯৬ সালের মধ্যেই নাসার লিনিয়ার প্রজেক্টের মাধ্যমে ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বরে আবিষ্কৃত ১৮০ মিলিয়ন কোটি কিলোমিটার দূরে অবস্থিত, আইফেল টাওয়ার (৩২৪মি ) ও ইম্পায়ার বিল্ডিংয়ের (৪৪৩মি ) থেকেও উঁচু প্রায় ৭,৮০০ কেজি ওজনের ৫১০ মিটার লম্বা এই ‘বেনু ১০১৯৫৫ গ্রহাণুটি ২০০০ ভাগের ১ ভাগ সম্ভাবনায় পৃথিবীতে আঘাত হানতে চলেছে। ৪৬০ কোটি বছর আগে সূর্য সৃষ্টি হওয়ার ১০ বছর পর বড় কোনো সংঘর্ষে সৃষ্ট অন্ধকার জগতের বিশাল এই গ্রহাণুটির সঠিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নাসা ‘ওসিরিস রেক্স’ নামক একটি স্পেসক্রাফট পাঠায় এবং সেই স্পেসক্রাফটি ২০২০ সালের ২০ অক্টোবর খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে। সর্বশেষ ৭ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দে গ্রহাণুটিতে খুঁড়ার দৃশ্য ধারণ করে পৃথিবীতে পাঠিয়ে দেয়, সেই সাথে সে তার জন্মভূমির উদ্দেশ্যে রওনা দিয়ে গ্রহাণু থেকে প্রায় ৪০ মিলিয়ন দূরে অবস্থান করছে।
আশা করা যায়, আগামী দুই বছর পর অর্থাৎ ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বরে ১৪০ মিলিয়ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফিরে আসার আগ পর্যন্ত মহাকাশবিদদের সাথে সাথে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে। তবে এখানে বলে রাখছি, স্পেসক্রাফট OSIRIS-REX ‘ল্যান্ড’ করবে না; কিন্তু Great Salt Lake Desert-এর Utah Test and Training Range-এ সে একটি ৩২ ইঞ্চি ক্যাপসুল ফেলে দেবে। সেখান থেকেই পাওয়া যাবে বেনুর (BENNU) যাবতীয় তথ্য। সে তো দু’বছর পরের ব্যাপার কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা বেনুর পৃথিবীতে আঘাত হানার ১% কেও নিজেদের জন্য বিপদজনক বলে মনে করছেন। তাই তারা ৪০০ টন ওজনের একটি মিসাইল নিক্ষেপ করে পৃথিবীর কাছাকাছি এলেই তার গতিপথ পরিবর্তন করতে চাচ্ছেন, অবশ্য এটি বাস্তবায়ন করতেও প্রায় ২৫ বছর সময় লেগে যেতে পারে বলে নাসার ধারণা। তবে খুশির খবর হলো-‘চীন তাদের লংমার্চ-৫ এর মাধ্যমে বেনুর গতিপথ পরিবর্তন করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন একটি বিজ্ঞান সাময়িকীতে’। আবার কেউ কেউ পারমাণবিক অস্ত্র নিক্ষেপের পরামর্শ দিয়েছেন, কিন্তু এর ফলে যে গ্রহাণুর খণ্ডাংশ দ্বারা পৃথিবীর ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে সেটা হয়তো বিজ্ঞানীরা ভুলে গেছেন।
যাই হোক, যা কিছু ঘটবে কোনো না কোনো উত্তম ঘটনাকে কেন্দ্র করেই ঘটবে। আল্লাহ তায়ালা আমাদেরকে রক্ষা করুন, আমিন।
লেখক: কবি ও গবেষক
আলোকিত প্রতিদিন/ ১ অক্টোবর, ২০২১/ দুখু
- Advertisement -