আহসানুল ইসলাম আমিন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিনের নেতৃত্বে গজারিয়া থানার এক দল চৌকস সংঙ্গী ফোর্স নিয়ে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈলতলা গ্রাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী লেনে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক চোরাচালান দলের ৪ সদস্য কে আটক করতে সক্ষম হয়। বৃহস্পতিবার ভোর ৫ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার মেঘনা থানার নয়াগাও গ্রামের মো. দুধ মিয়া ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫) , নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রামপাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে মো. মনির হোসেন (৩০), মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের মো. তারা মিয়া ছেলে মো. বাদল(২০) ও মোহাম্মদ আলী’র ছেলে মো. সৌরভ (২০)। এবিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রইছ উদ্দিন জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ জানাযায় উদ্ধারকৃত বিদেশী বিয়ার কুমিল্লা মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছেন। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। জব্দকৃত ৮৫০ ক্যান বিদেশি বিয়ারের বর্তমান অনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা।
আলোকিত প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর,২০২১/ এইচ