আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে কোষ্ট গার্ডের অভিযানে তক্ষক সহ পাচারকারী আটক

-Advertisement-

আরো খবর

বরিশাল ব্যুরো চিফ
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ সেপ্টেম্বর দুপুর ৩ টার দিকে  বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় বন্য প্রাণী পাচারের অভিযোগে বরিশাল জেলার বরিশাল সদর থানাধীন কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মোঃ বাবুল হাওলাদার (৫০) কে ০৩ টি তক্ষকসহ আটক করা হয়। আকারভেদে তক্ষক তিনটির সর্বমোট আনুমানিক মূল্য টাকা ৬,০০,০০০,০০/০০ (টাকা ছয় কোটি মাত্র)। আটককৃত তক্ষক পাচারকারী পিরোজপুর জেলার নাজিরপুর থানার ঘোপেরখাল গ্রামের মৃতঃ আব্দুল হালিম হাওলাদার এর ছেলে। পরবর্তীতে জব্দকৃত তক্ষক তিনটি বনে অবমুক্ত করার উদ্দেশ্যে বন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত পাচারকারীকে বরিশাল সদর থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা,মৎস্য সম্পদ রক্ষা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বন্য প্রাণী ও সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এর এরূপ তৎপর ভূমিকা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকাবে।
আলোকিত প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -