আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে বিনিদ্র রাত কাটাচ্ছেন নদী ভাঙন কবলিত নিঃস্ব পরিবার

-Advertisement-

আরো খবর

ব্যুরো চীফ, বরিশাল
নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার নদী তীরবর্তী পরিবারগুলো। বাবুগঞ্জের সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়ালখাঁ নদীর ভয়াবহ ভাঙনে ইতিমধ্যেই বিলীন হয়েছে বাবুগঞ্জের শত শত ঘরবাড়ি, আবাদি জমি, গুরুত্বপূর্ণ স্থাপনা, নিঃস্ব হয়েছে হাজারও পরিবার। প্রতিনিয়তই বিনিদ্র রাত কাটাচ্ছে ভাঙন কবলিত পরিবারগুলো। হাজার পরিবারের মতোই একটি গরীব অসহায় আব্বাস ঘরামীর পরিবার। বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন উত্তর বাহেরচর সন্ধ্যা নদীর ভাঙন কবলে নিজের শেষ সম্বল ঘরটি আজ সরিয়ে নিতে হয়েছে আব্বাস ঘরামীর। শেষবারের মত নিজের ভিটায় খোলা আকাশের নিচে হয়তো এই ভিটায় এটাই তাদের শেষ খানাপিনা। এ অসহায় পরিবারের সদস্য নিয়ে  কোথায় থাকবেন এখনও নিশ্চিত নয়। খবর নিয়ে জানা গেছে ওই এলাকার আরও কয়েকটি পরিবার ভিটা ছাড়ার অপেক্ষায়। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে আব্বাস ঘরামীর পরিবারের মতো হাজারও অসহায় পরিবার।
আলোকিত প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর,২০২১/ এইচfacebook sharing button
- Advertisement -
- Advertisement -