আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বৃদ্ধকে চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করলেন-ওসি 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সবুজ সরকার

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সেতু পূর্বপাড়ের পাশে শামসুল হক (৭৫) নামে এক বৃদ্ধ অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা চেয়ারম্যানের মাধ্যমে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানকে জানায়। ওসি তাৎক্ষণিক গ্রাম পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। গতকাল রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে উঠলে ওই বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন ওসি মোল্লা আজিজুর রহমান। কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, গত ২৫ সেপ্টেম্বর সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যানকে খবর দেন। পরে চেয়ারম্যান বিষয়টি আমাকে অবগত করলে মানবিক দৃষ্টিকোণ থেকে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে স্থানীয় এক গ্রাম্য পুলিশের সহযোগিতায় তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করি এবং থানার ফেইসবুক আইডি থেকে ওই বৃদ্ধার সন্ধ্যান চেয়ে তার ছবি পোস্ট করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরলে তার মাধ্যমে জানতে পারি তার নাম শামসুল হক, বাড়ি বরগুনা জেলার আমতলী থানার চরভোংগা গ্রামে। তিনি ঢাকা থেকে বাড়ি যেতে ভূল করে ট্রেনে উঠে পড়েন এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় রেলস্টেশনে নেমে হারিয়ে যান। কিছুক্ষণ পর সে মহাসড়কের পাশে অজ্ঞান হয়ে পড়েন। পরে সবকিছু জানার পর ওই এলাকার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তাদের মাধ্যমে তার পরিবারকে জানানো হলে তার ছেলে কালিহাতী থানায় আসেন। রবিবার বিকেলে থানা পুলিশের পক্ষ থেকে বৃদ্ধ শামছুল হককে তার ছেলের কাছে হস্তান্তর করা হয়।

আলোকিত প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর,২০২১/ এইচ

- Advertisement -
- Advertisement -