আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

গজারিয়ায় মিম হত্যার সুষ্ঠ তদন্ত: সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং সভা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ক্রাইম রিপোর্টার

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যে গজারিয়া থানার ইসমানির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ মিলনায়তনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ই সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে দশটার সময় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানির চর গ্রামের, ইসমানির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদক, চোরাচালান, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভিটিজং প্রতিরোধের লক্ষে বিট পুলিশং সভা আয়োজন করে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র এবং মিম হত্যার বিচারের সুষ্ঠু তদন্তের দাবিতে বিট পুলিশং সভায় পরিচালনা করা হয়। হত্যা, হামলা, মামলা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ ছিল এ সভার উদ্দেশ্য। সভায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন, জনাব সুমন দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার সদর সার্কেল পুলিশ সুপার, জনাব মোঃ মিনহাজুল ইসলাম। মুন্সিগঞ্জ জেলার ওসি ডিব, জনাব আবুল কালাম আজাদ। হোসেন্দী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মনিরুল হক মিঠু। গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মোহাম্মদ জসিম উদ্দিন। বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আক্তার হোসেন। নিহত সাজেদুল ইসলাম মিম এর পিতা মোঃ আব্দুস সাত্তার। এলাকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কয়েক শত সাধারণ জনতা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব সুমন দেবনাথ বলেন, সরকার পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিংথ কার্যক্রম গরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। গত বুধবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় ইসমানির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কিন্ডার গার্ডেন স্কুল কক্ষে ৮/১০ জনের একটি দল হাতুড়ি পেটা করে মিমকে মেরেছে। সঠিক তদন্তের মাধ্যমে নিহত পরিবার যেন তার সঠিক বিচার পায় আমরা পুলিশের পক্ষ থেকে সে প্রক্রিয়া অনুযায়ী কাজ শুরু করেছি এবং আসামিদের ধরার জন্য আমরা পুলিশের পক্ষথেকে সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই হত্যাকারীদের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আসতে হবে। একটা বিষয় মনে রাখবেন আইনের ঊর্ধ্বে কিছুই নয়। আমরা কোন শক্তিকে একবিন্দু ছাড় দিবনা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে কঠিন হুশিয়ারি দিয়ে তিনি বলেন আপনারা একটা কথা মনে রাখবেন আগামী নির্বাচন শান্তিপুর্ন নিরপেক্ষভাবে হবে, যোদি কেউ অন্য কোন কিছুর কথা ভাবেন অন্য চিন্তা করেন তাহলে এলাকা ছেড়ে তাহলে এলাকা ছেড়ে চলে যান এমনটাই হুশিয়ারি দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, সুমন দেবনাথ। এছাড়া তিনি জনগণকে নিজ এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, বাল্যবিয়ে, যৌতুকসহ অন্যান্য সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান।

আলোকিত প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর,২০২১/ এইচ

- Advertisement -
- Advertisement -