আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় জাতীয় পার্টির সাংগঠনিক ও নির্বাচনী মতবিনিময় 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলার  জাতীয় পার্টির উদ্যোগে  সাংগঠনিক ও আসন্ন স্থানীয় ইউপি  নির্বাচনীয় এবং  বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে  জাতীয় পার্টির করনীয় বিষয়াবলীর   নিয়ে  ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় অস্থায়ী  কার্যালয়ে    মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভা  সভাপতিত্ব করেন   নেত্রকোণা   জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা  চেয়ারম্যান  এড. লিয়াকত আলী খান এবং  পরিচালনা করেন সাধারণ  সম্পাদক ও পৌর কাউন্সিল মোঃ মান্নান  খান আর্জু এ  সভায় প্রধান অতিথি ছিলেন   জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী  কমিটির যুগ্ম মহাসচিব   মোঃ জসীম উদ্দিন  ভূঁইয়া । এ সময় আরও উপস্থিত ছিলেন  জাতীয় পার্টি নেত্রকোণা জেলার শাখার ,  সহ- সাধারণ সম্পাদক  মোঃ ফারুকিয়ান খানসহ জেলা  পৌর ও সকল  উপজেলার নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন – জাতীয় পার্টি সকল জেলা উপজেলায় ইউনিয়ন  পর্যায়ে  কমিটি গঠন করা হয়েছে। সামনেই  নির্বাচন  প্রতিটি উপজেলায় নির্বাচন করার জন্য  প্রস্তুতি  নিচ্ছে। কেন্দ্রীয়  থেকে যদি তারা  সহযোগিতা করেন তাহলে প্রার্থী  নির্বাচনে  এগিয়ে  যেতে পারবে  বলেন ও জানান। কেন্দ্রীয়  যুগ্ম মহাসচিব  জসীম  উদ্দিন ভূঁইয়া  বলেন, সাংগঠনিক দিক দিয়ে এগিয়ে থাকতে হবে এবং  দলের প্রতি ও বিশ্বাস  রেখে নির্বাচনে অংশগ্রহন করতে হবে।কিছু দিনের মধ্যে  নেত্রকোণা জেলার প্রশাসক ও পুলিশ সুপারের সাথে  কথা বলবো, নির্বাচনে জাতীয় পার্টির  সহায়তা  কতটুকু  করতে পার তা নিয়ে উনাদের সাথে  একটা মিটিং  করবো।তিনি আরও বলেন, কেন্দ্রীয়  সমর্থন পাবেন ও দলের  নেতাকর্মীদের  জন্য  যা সহযোগিতা  লাগবে তা পাবেন বলে জানান।

আলোকিত প্রতিদিন/ ২৫সেপ্টেম্বর,২০২১/ এইচ

- Advertisement -
- Advertisement -