আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে ফেন্সডিল ও গাজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

-Advertisement-

আরো খবর

ইমামুল হক,কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে চালিয়ে ২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামের নাটোরব মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল (৩৫) কে ৮’ শ গ্রাম গাঁজা সহ নিজ বাড়ী হতে এস, আই সাগর শিকদার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সঞ্জয় মন্ডল একাধিক মাদক মামলার আসামি।অপরদিকে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মৃত খোরশেদ মালিতার ছেলে নূর ইসলামকে শুক্রবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শিমলা রোকনপুর ইউনিয়ন এর সামনে থেকে ১৫ বোতল ফেলসিডিল সহ তাকে গ্রেতার করেন। কালীগঞ্জ থানার এসআই সাগর শিকদার ও এসআই জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৪সেপ্টেম্বর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -