প্রতিনিধি,চরফ্যাশন
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে চরফ্যাশন জাহানপুরে অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল স্মরণে ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। দুপুর থেকেই ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ, খেলায় প্রতিটি মুহূর্তই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাহানপুর ৬ নং হাওলাদার পাড়া স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে পরাজিত করে আদর্শ পাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জনাব নাজিম উদ্দিন হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নাজিম হাওলাদার বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম, খেলাধুলা শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে, এছাড়াও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বেশ গুরুত্ব রয়েছে বলে জানান তিনি। জাহানপুর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ সোলাইমান পাটোয়ারীর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুল হক পাটোয়ারী, জাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব জাফর ইকবাল শান্ত, আরো উপস্থিত ছিলেন জাহানপুর ইউনিয়ন ও ইউপি সদস্যরা, প্রমুখ। খেলা পরিচালনা করেন, মোঃ রুবেল পাটোয়ারী ও আলমগীর হোসেন এবং মোঃ আজাদ হাওলাদার,ও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সুমন পাটোয়ারী। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পুরস্কার ছিল একটি স্বর্নে খচিত গোল্ডকাপ।
আলোকিত প্রতিদিন/ ২৪সেপ্টেম্বর,২০২১/ এইচ
- Advertisement -