প্রতিনিধি, নেত্রকোণা:
বাংলাদেশ বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে নেত্রকোণা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান মহোদয়ের সার্বিক নির্দেশনায় নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম এর নেতৃত্বে নেত্রকোণা জেলায় প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন।
২০শে সেপ্টেম্বর সোমবার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের সার ও বীজের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।পরে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ণ অফিসার জনাব তাবাসসুম মকবুলা দিশা । আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন জেলা পুলিশ লাইনের একটি চৌকস পুলিশ টিম।
আলোকিত প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -