আজ রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র হলেন-খোকন

-Advertisement-

আরো খবর

 প্রতিনিধি, ফেনী
সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এড.রফিকুল ইসলাম খোকন। কমিশনার পদে বিজয়ী হয়েছেন সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে- মনিহার বেগম (আনারস), নিকটতম প্রতিদ্বন্ধি উম্মে ফাতেমা (টেলিফোন) ৪ ৫ ৬  নং ওয়ার্ডে তাসলিমা তাসলিমা আক্তার ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ৭.৮.৯নং ওয়ার্ডে শাহানা আক্তার (টেলিফোন) বিজয়ী।  নিকটতম প্রতিদ্বন্ধি মর্জিনা আক্তার (আনারস) সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন : ১নং ওয়ার্ড- বিজয়ী মোঃ মোস্তফা (পাঞ্জাবী) নিকটতম প্রতিদ্বন্ধি মোঃশাহাজাহান- ( উট পাখি) ২নং ওয়ার্ড- বিজয়ী হেদায়েত উল্যাহ, (উট পাখি) নিকটতম প্রতিদ্বন্ধি মোহাম্মদ আলী ফরহাদ( টেবিল ল্যাম্প) ৩নং ওয়ার্ড- বিজয়ী ইমাম উদ্দিন ভূঞা (পানির বোতল) নিকটতম প্রতিদ্বন্ধি আবদুল হালিম ভূঞা-(উট পাখি। ৪নং ওয়ার্ড – বিজয়ী বেলায়েত হোসাইন-(উট পাখি) নিকটতম প্রতিদ্বন্ধি আবদুল্লাহ আল আমিন শিমুল (পানির বোতল) ৫নং ওয়ার্ড-বিজয়ী  নাছির উদ্দিন রিপন- (উট পাখি) নিকটতম প্রতিদ্বন্ধি বাহার উল্লাহ (পানির বোতল) ৬নং ওয়ার্ড- বিজয়ী আইয়ূব আলী খান -(উট পাখি) নিকটতম প্রতিদ্বন্ধি মো. আবদুল হাই-(পাঞ্জাবী) ৭নং ওয়ার্ড-বিজয়ী- জামাল উদ্দিন নয়ন- (পাঞ্জাবী) নিকটতম প্রতিদ্বন্ধি শেখ আাবদুল হালিম মামুন (উটপাখি) ৮নং ওয়ার্ড- বিজয়ী শেখ কলিম উল্যাহ রয়েল-(পানির বোতল) নিকটতম প্রতিদ্বন্ধি জহির উদ্দিন বাবর (উটপাখি) ৯নং ওয়ার্ড-নাজিম উদ্দিন-(পাঞ্জাবী) নিকটতম প্রতিদ্বন্ধি আকবর হোসেন (উট পাখি)
আলোকিত প্রতিদিন/ ২১সেপ্টেম্বর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -