আলোকিত ডেস্ক
ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে দুই দিনের যাত্রাবিরতির শেষ দিনে ইউরোপ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীও সবার খোঁজ-খবর নেন। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হেলসিঙ্কিতে ইউরোপ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কে এম লোকমান হোসেন ও ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু আগামী নভেম্বরে ইতালি আওয়ামী লীগের সম্মেলনের কথা প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি লিংকন মোল্লাসহ ইতালি, অস্ট্রিয়া, জার্মান এবং ফিনল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু বলেন, প্রিয় নেত্রীকে কাছে পেয়ে আমাদের ক্লান্তি দূর হয়ে গেছে। নেত্রী অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।
আলোকিত প্রতিদিন/ ২১সেপ্টেম্বর,২০২১/ এইচ