আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -
প্রতিনিধি, ধামরাই:
ঢাকার ধামরাইয়ে এলজিইডির একটি প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইয়ুব আলী (২১) নামে এক যুবক নিহত হয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ এ তথ্য জানান। এরআগে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালের দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের কুশুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ময়মনসিংহয়ের ফুলবাড়িয়ার নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, বিকালের দিকে এলজিইডির একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবক আহত হয়। পরে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -