আজ শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

-Advertisement-

আরো খবর

আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ (৭২) এর লাশ রবিবার নবীনগর সরকারি হাই স্কুল প্রাঙ্গণে বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় বিশাল জানাযা শেষে আলীয়াবাদ কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযার সময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, ঢাকা মহানগর (দঃ) আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নবীনগর আওয়ামী লীগের কান্ডারী এড. কাজী মোর্শেদ হোসেন কামাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মেয়র এড.শিব শংকর দাস, ইউএনও একরামুল ছিদ্দিক, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মরহুমের জৈষ্ঠ্য সন্তান সাবেক ছাত্রনেতা হাজী খায়রুল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, তিনি শনিবার রাত ৮.৪৫ মিনিটে হৃদ রোগে ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন। তিনি স্ত্রী,  ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলোকিত প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -