আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় পারিবারিক রাস্তা নিয়ে ষড়যন্ত্র, স্থগিতাদেশ চেয়ে আবেদন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

রিপন সারওয়ার (মুক্তাগাছা):
মুক্তাগাছায় পারিবারিক রাস্তা নিয়ে ষড়যন্ত্র রুখতে আদালতের মাধ্যমে স্থগিতাদেশ করেছেন, উপজেলার বাঁশাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কয়েক ভূক্তভোগী। উপজেলা সহকারি কমিশনার ভূমি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঐ রাস্তার বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলে নালা কেটে ও পাশে থাকা কিছু গাছ কেটে চলাচল উপযোগী করে দিয়েছেন। এতে ভূক্তভোগী পরিবারের লোকজন পাইপ সংযোগের মাধ্যমে সড়কে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন তথা পয়োনিষ্কাষণে ব্যবস্থা হয়েছে। সূত্র জানায়, পারিবারিক রাস্তার দক্ষিণ পাশে একটি খালের সাথে পাইপের সংযোগে পানি নিষ্কাষণের ব্যবস্থা যথাযথ এবং যথোপযোগী হয়েছে বলে স্থানীয়রা জানান। এ কাজ চলমান রয়েছে। তারা সহকারী কমিশনার ভূমি মাসুদ রানার হস্তক্ষেপে গাছ কেটে নির্বিঘ্নে সড়ক চলাচল সুবিধা সৃষ্টি ও পয়োনিষ্কাষণে মাধ্যমে জলাবদ্ধাতা নিরসন করায় তাকে যথাযথ ভূমিকা নেয়ার জন্য ধন্যবাদ জানান। জানা যায়, বংশ পরম্পরায় স্থানীয় কয়েকটি পরিবারের অধিবাসীরা তাদের পৈত্রিক জমির পাশে কিছু জমি রেখে দেন। সেই জমি তারা পারিবারিক রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন। একটি চক্র এই রাস্তাটি নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে নানান ফন্দি ফিকির করতে থাকে। দূরবর্তী এলাকার ঐসব চক্রান্তকারীরা রাস্তাটি ব্যবহারের নামে আত্মসাৎ বা হীন স্বার্থ চরিতার্থে অথবা রাস্তা সংস্কারের নামে সরকারি অর্থ বরাদ্দের মাধ্যমে নিজেরাই সমূদয় অর্থ আত্মসাৎ করবেন এমন প্রচার করতে থাকেন। তারা রাস্তাটি জনস্বার্থে ব্যবহার করবেন এমন প্রচারের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান , ওয়ার্ড মেম্বার, গণ্যমান্যসহ সকলেই চক্রান্তকারীদের মৌন অথবা প্রকাশ্য সমর্থন দেন বলেও জানা যায়। এবিষয়টি জানতে পেয়ে পারিবারিক রাস্তার মালিকদের একজন মৃত আজিমউদ্দিনের পুত্র আব্দুল হাই চিকু বাদী হয়ে তাদের পারিবারিক রাস্তাটি পারিবারিক হিসাবেই যাতে রাখা হয় সেজন্য আদালতের দারস্থ হন। স্থানীয় পারিবারিক রাস্তার মালিকদের পক্ষ থেকে মোঃ খলিলুর রহমান, মো. সুরুজ আলী, আব্দুল গণির মেয়ে, মুখলেছুর রহমান, আবু রায়হান জানান, রাস্তাটি আমাদের পারিবারিক। যা আমরা পরম্পরাগতভাবেই ব্যবহার করে আসছি। রাস্তাটি নিয়ে ষড়যন্ত্র হোক এটা আমাদের কাম্য নয়।

আলোকিত প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -