আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সিইপিজেডস্থ সিটেক্স লিঃ ও বেপজা’র উদ্যোগে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম  সিইপিজেডস্থ সীটেক্স লিমিটেড ও সীবলু টেক্সটাইল লিমিটেড এ সোমবার(৬ই সেপ্টেম্বর) দিনব্যাপী বেপজা,চট্টগ্রাম ইপিজেড ও স্বাস্থ্যসেবা বিভাগ বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দুই প্রতিষ্ঠানের ১২০০শ্রমিক কর্মচারীর মাঝে সিনোফার্মের এই টিকা প্রদান করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন সিইপিজেড এর মহাব্যবস্থাপক মসিউদ্দিন বিন মেজবাহ, পরিচালক(শিল্প সম্পর্ক ও শ্রম) মোঃ হাসানুজ্জামান, প্রতিষ্ঠান এর ডিএমডি তাসনীম আক্তার ছালাম, সিইও আসিক ইবনে সাফাসহ ও আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/ ৭ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -