আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বনবিভাগের অভিযানে সেগুন গাছের ৩৮টি  দরজা ভর্তি  পিক-আপ আটক   

-Advertisement-

আরো খবর

আবু সায়েম, কক্সবাজার :
কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের অভিযানে অবৈধ সেগুন গাছের ৩৮ টি দরজ ভর্তি ১টি পিক-আপ গাড়ি জব্দ  করা হয়েছে।  বনবিভাগ সূত্রে জানায়,৭ সেপ্টেম্বর বিকেল ৪ঃ৩০ টায় কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের রামুর বাইপাস  এলাকায় স্পেশাল টিমের ওসি একেএম আতা এলাহীর নেতৃত্বে অভিযান চালিয়ে পিক-আপ গাড়ি  যোগে অবৈধভাবে সেগুন গাছের ৩৮ টি দরজা  আটক করা হয়। স্পেশাল টিমের ওসি একেএম আতা এলাহী বলেন,প্রাত্যহিক অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে  চোরাই সেগুন গাছের দরজা  জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট আসামী ও জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম  বলেন, বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে  অভিযানে ৩৮টি সেগুন গাছের দরজা  উদ্ধার পূর্বক পরিবহনকালে নিয়োজিত পিক-আপ গাড়ি  রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে  বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ৭ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -