আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের দেলদুয়ারে ১৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শুভকী পুটিয়াজানী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত উপজেলার মঙ্গলহোর গ্রামের শরিফ মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৫)। এসময় ১৪২ পিস ইয়াবা একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ৩ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র‌্যাব কমান্ডার জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। সে উপজেলার বিভিন্ন এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিলো। তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ৭ সেপ্টেম্বর ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -