প্রতিনিধি, শ্রীনগর (মুন্সীগঞ্জ) :
শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাটের তালুকদার বাড়ি সংলগ্ন সড়কের ওপর একটি গুরুত্বপূর্ণ সেতুর মুখ আটকিয়ে মাটি ভরাট করা হয়েছে। এতে করে পানি প্রবাহের রাস্তা বন্ধ হয়ে পড়ায় শত শত কৃষি জমি জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। মাটি ভরাটের কারণে একদিকে যেমন পানি চলাচল বন্ধ হয়েছে। অপরদিকে সেতুটির রেলিং ও সড়কের অতিরিক্ত জায়গা দখল করে ব্যক্তিগত নির্মাণাধীন ভবনের পিলার করা হচ্ছে। গাদিঘাট গ্রামের মো. মান্নান মুক্তার সেতুর সামনে মাটি ভরাট ও তার চাচাত ভাই শহিদুল তালুকদার সেতুর রেলিংসহ সড়ক দখল করে ভবন নির্মাণ করছেন। তারা প্রভাবশালী হওয়ায় এলাকায় প্রকাশ্যে কেউই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাদিঘাট বাজারের সামান্য পূর্ব দিকে ব্যস্ততম পাকা সড়কটির তালুকদার বাড়ির সামনে সেতুর উত্তর পাশে মাটি ভরাট করা হয়েছে। এতে বর্ষার পানি চলাচলে বাঁধাগ্রস্ত হচ্ছে। এছাড়া সেতুর একই পাশে সড়কের জায়াগা ও সেতুর রেলিং দখল করে একটি পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। দেখা যায়, এতে মালবাহী যানবাহন সেতু পারাপারে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জানা গেছে, গাদিঘাটের মিয়াজ উদ্দিন তালুকদারের পুত্র মো. মান্নান মুক্তার সেতুটির মুখ আটকিয়ে মাটি ভরাট করেছেন। এছাড়া ইয়াজউদ্দিনের পুত্র শহিদুল তালুকদার একটি ভবন নির্মাণের জন্য সড়কসহ সেতুর রেলিং পর্যন্ত দখল করছেন। স্থানীয়রা জানায়, মান্নান মুক্তার সেতুটির সামনে ভরাট করায় নৌকা চলাচলের এই পথ দিয়ে এলাকার কৃষকরা আড়িয়াল বিলে নৌকা নিয়ে যেতে পারছেন না। কৃষি কাজেকর্মে বিলে যেতে হলে অনেক পথ ঘুরে তাদের যেতে হচ্ছে। এছাড়া পানি চলাচলের পথ বন্ধ থাকায় এখানকার কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এনিয়ে তারা দুশ্চিন্তায় ভোগছেন। এলাকাবাসী আরো জানায়, মান্নান মুক্তারের চাচাত ভাই শহিদুল রাস্তাসহ সেতু ঘেষে বিল্ডিং নির্মাণ করছেন। শহিদুল তালুকদারের কাছে সেতুর রেলিং ষেষে ভবনের পিলার নির্মাণ সমন্ধে জানতে চাইলে তিনি বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে আমার জায়গা মেপে দিয়ে গেছেন। তিনি দাবি করেন সেতুর মাঝখান পর্যন্ত তার বসতবাড়ির সীমানা। তাই তিনি সড়কের অতিরিক্ত জায়গাসহ সেতু ঘেষে পিলার নির্মাণ করছেন। সেতুর মুখ বন্ধ করে মাটি ভরাটের বিষয়ে জানতে মো. মান্নান মুক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। একটি সূত্র জানায়, শহিদুল তালুকদার ও মান্নান মুক্তার এলাকায় প্রভাবশালী তাই কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চান না। তারা স্থানীয় আমিন ডেকে নিজেদের জায়গা জমি পরিমাপ করে গুরুত্বপূর্ণ সেতু ভরাট ও দখল করে ভবন নির্মাণ করতে পারেন না। পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় শত শত কৃষি জমি জলাবদ্ধের আশঙ্কায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে। এছাড়া সেতুর এ্যাপ্রোচ, রেলিংসহ সড়ক দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। তাদের এ ধরনের কর্মকান্ডে এলাকাবাসী হতাস। এ ব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ব্যারিস্টার মো. সজিব আহম্মেদ জানান, ইতি মধ্যেই সার্বেয়ারকে সরেজমিনে পাঠানো হয়েছে। বিষয়টি জানার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ৬ সেপ্টেম্বর ২০২১/ এইচ
- Advertisement -