আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুর এবং রাজবাড়ী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,ফরিদপুর :
বর্তমানে আমাদের দেশের সহজ-সরল জনসাধারন বিভিন্ন সেবা গ্রহণ করার সময় বিভিন্ন ধরনের প্রতারণার স্বীকার হয়ে থাকে। যেমন, পাসপোর্ট তৈরী, বিভিন্ন ধরনের গাড়ীর লাইসেন্স তৈরী, সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা পাওয়া ইত্যাদি। উক্ত প্রতারনার কবল থেকে জন সাধারনের মুক্তির জন্য সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধরাবাহিকতায় অত্র ক্যাম্পের কয়েকটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার(৫ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এবং সরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে ১০ জন ব্যক্তিকে আটক করেন। পরবতীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ০৮ জন ব্যক্তিকে ০৮ হাজার টাকা জরিমানা এবং ০২ জন ব্যক্তিতে ০৭ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই ভাবে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এবং সরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে ০৬ জন ব্যক্তিকে আটক করেন। পরবতীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ০২ জন ব্যক্তিকে ০১ হাজার টাকা জরিমানা এবং ০৪ জন ব্যক্তিতে ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/ ৫ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -