বাবুল আহমেদ :
চরম ঝুঁকিতে রয়েছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইছামতি শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি। বর্ষার পানি আসায় ব্রিজের দুই পাশে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজারো মানুষকে চলাচল করতে হচ্ছে এই ব্রিজ দিয়ে। উপজেলার ঘিওর ইউনিয়নের কুস্তা কবরস্থান এলাকায় উপজেলা এলজিইডি নির্মিত বেইলি ব্রিজটি ধসে কিংবা ভেঙে পড়লে ২০টি গ্রামের মানুষ জনকে পোহাতে হবে চরম দুর্ভোগ। আর যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী অতিদ্রুত ব্রিজটির মেরামত অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। জানা গেছে, উপজেলা এলজিইডি ১৯৯৭ সালে ১৪ লাখ টাকা ব্যয়ে এই ব্রিজটি নির্মাণ করে। দীর্ঘদিন অতিবাহিত হবার পরেও কোনো ধরনের সংস্কার না করায় ব্রিজটির মধ্যে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। কুস্তা কবরস্থান, সরকারি খাদ্যগুদাম, ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১০-১২টি স মিল, কুস্তা কফিল উদ্দিন দরজী উচ্চ বিদ্যালয়, কুস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ এ ব্রিজ দিয়ে চলাচল করে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুস্তা গ্রামের বাসিন্দা ইকরামুল ইসলাম খবির জানান, বহুদিন আগে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে জীবনের ঝুঁকি নিয়ে। ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল জানান, কুস্তা ইছামতি নদীর ওপরে বেইলি ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কার এবং ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। ঘিওর উপজেলা প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য একটি ডিও লেটার দিয়েছেন। ওখানে নতুন একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা রয়েছে। আশা করছি শিগিগরই আমরা ওখানে একটি ব্রিজ নির্মাণ করতে পারব।
আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -