আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সাভারে অস্ত্রসহ গ্রেফতার-১

-Advertisement-

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:
ঢাকার সাভারে অভিযান চালিয়ে মুরাদ হোসেন (৩৫) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এসময় তার নিকট হতে ১টি পাইপগান ও ০৩রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর অধিনায়ক লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।
এর আগে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাভারের মডেল থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ মুরাদ হোসেন ঢাকা জেলার বাসিন্দা। র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী মুরাদ হোসেনকে অস্ত্রসহ সাভারের মডেল এলাকা থেকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১টি পাইপগান ও ০৩রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব-৪, সিপিসি-২ এর অধিনায়ক লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সন্ত্রাসী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট অর্থের বিনিময়ে ক্রয়-বিক্রয় করে আসছিলো। এছাড়াও আসামি সবসময় নিজের কাছে অস্ত্র ও গুলি রাখতো। সেই অবৈধ অস্ত্র দিয়ে এলাকায় বিভিন্ন নিরীহ মানুষদের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাত। অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করতো এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে মারধরসহ গুরুতর জখম করে তার নিকট হতে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করতো। কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে তাকে প্রাণ নাশের হুমকি দিত। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র বিক্রেতার বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব-৪ এর কর্মকর্তা।
আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -