আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর তরা পয়েন্টের পানি গত ২৪ ঘণ্টায়  ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার ( ৪ সেপ্টেম্বর)  বেলা পৌনে ৩টার দিকে কালীগঙ্গা নদীর তরা পয়েন্টের পানির স্তর পরিমাপক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম বলেন, কালীগঙ্গা নদীর তরা পয়েন্টে ৮ দশমিক ৪০ সেন্টিমিটারকে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর)  সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পয়েন্টে ৮ দশমিক ৩৮ সেন্টিমিটার পরিমাপে প্রবাহিত হয়।  তবে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টায় এ পয়েন্টে পানি ৮ দশমিক ৪৫ সেন্টিমিটার পরিমাপে প্রবাহি হয় যা বিপৎসীমা থেকে ৫ সেন্টিমিটার ওপরে। দুপুর ১২টা পর্যন্ত  তরা পয়েন্টে  আরো ২ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  এতে করে নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এই ফলে এলাকার মানুষের ভোগান্তি বেড়ে গেছে।
আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -